মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।
স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য
করিনি মোরা এতোটুকু কাপর্ন্যতা।
যতো রক্ত চেয়েছিলে তুমি,
সব ঢেলে দিয়ে রক্ষা করি মাতৃভূমি।
স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য,
কতো প্রাণ হবে দিতে?
আর কতো প্রাণ বা কতো সম্ভ্রম
তুমি চাও নিতে।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
পিতা পুত্র চলে যায় যুদ্ধে।
পিতার সামনে পুত্র শহীদ হলো,
পুত্রের চোখের সামনে পিতা হলো শহীদ।
তোমাকে ভালোবাসি বুকে লালন করি,
ভাইয়ে ভাইয়ে দিলো প্রাণ।
বোনের জন্য ভাইয়ের প্রতিদান,
আমরা সবাই আজ বাস্তু হারা।
তবুও তোমাকে ভুলেনি মোরা হে স্বাধীনতা,
স্বাধীনতা তুমি ঘুচিয়ে দিয়েছো পরাধীনতা।
তোমাকে বুকে লালন করে লাল সবুজের পতাকা,
বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলি কথা।