স্বাধীনতা মোদের স্বাধীনতা।৷ স্বাধীনতা তুমি নিপিড়ীত
দুঃখী মানুষের কথা।৷
স্বাধীনতা মোদের স্বাধীনতা। স্বাধীনতা তুমি মুক্তির ছয় দফা।।৷
~~~~~~~~~~~~~~~~~~
স্বাধীনতা তুমি একটাই গোলাপ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
স্বাধীনতা তুমি ৭ই মার্চ
উনিশত একাত্তর।৷
স্বাধীনতা তুমি বজ্র কন্ঠ
দিলে নির্দেশনা।৷
স্বাধীনতা তুমি প্রতিরোধ গড়ে
দিয়েছো মুক্তি সেনা।৷
স্বাধীনতা তুমি অগনীত শহীদ
কত যে স্মৃতি কথা
ওগো স্বাধীনতা মোদের স্বাধীনতা।৷।
স্বাধীনতা তুমি জাতির জনক
দিলে সুখের ঘর।৷
স্বাধীনতা তুমি বিজয় দিবস
১৬ই ডিসেম্বর।।
স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধা
দেশের অহংকার।৷
স্বাধীনতা তুমি প্রধানমন্ত্রী
দিলেন সম্মান তার।৷
স্বাধীনতা তুমি জাতির জনক
স্বপ্ন বাস্তবতা।৷
ওগো স্বাধীনতা মোদের স্বাধীনতা।৷।
স্বাধীনতা তুমি লাল সবুজের
দিলে পতাকা।৷
স্বাধীনতা তুমি যোগ্যনেএী
শেখ হাসিনা।৷
স্বাধীনতা তুমি উন্নয়নে
ব্যাপক রুপকার।৷
স্বাধীনতা তুমি পদ্মা সেতু
দিলে উপহার।।
স্বাধীনতা তুমি মডেল বাংলা বিশ্বচিএে গাঁথা।।
ওগো স্বাধীনতা মোদের স্বাধীনতা।৷৷
রচনা: বীর মুক্তিযোদ্ধা কে এম হাফিজুর রহমান, ঢাকা।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩