দ্বীপক চন্দ্র সরকার :
দেশমাতৃকার ও বিশ্বজননীর সন্তানদের শান্তি কল্যাণ কামনায় কেন্দুয়া কান্দিউড়া (সাহা পাড়া) উদ্যোগে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ও মহোৎসব নিকুঞ্জন নিকেতনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের মধ্যে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন হয় ১০ ফেব্রুয়ারি শনিবার শ্রীমৎ ভগবত পাঠ করেন ভাওয়াল শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখরা কৃপাসৃত শ্রী রঞ্জন দাস সাহা। উক্ত মহাযজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায় যেমন কৃষ্ণভক্ত সম্প্রদায়। বাগেরহাট থেকে আগত ভক্ত নরোত্তম সম্প্রদায় গোপালগঞ্জ থেকে জগধাত্রী সম্প্রদায় দিনাজপুর থেকে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় মাদারীপুর থেকে শ্রীমান মহাপ্রভু সম্প্রদায় পরিশেষে আজ ১৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার তারাই কিশোরগঞ্জ থেকে আগত জয়গুরু সেবা সংঘ শেষ হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। অনুষ্ঠানটি এলাকার হিন্দু সম্প্রদায়ের যুবসমাজ কান্দিউড়া (সাহা পাড়া) সভাপতি আশীষ কুমার রায় সাধারণ সম্পাদক দিলীপ সাহা ও কোষাধ্যক্ষ দুলাল সরকার সহ সব এলাকার সকলেই সার্বিক সহযোগিতা ও এক হয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করে।