আমি মোঃ শাহরিয়ার মাহমুদ শান্ত, পিতা- মোঃ আব্দুস সবুর, মাতা- মোছা: সাহানাজ বেগম। স্থায়ী ও বর্তমান ঠিকানা- গ্রাম: কুমারগারি, ডাকঘর: হাজারী হাট, সৈয়দপুর, নীলফামারী।গত ৮ই নভেম্বর ২০২৪ইং আমার কাগজপত্র হারিয়ে গেছে। কোন সহৃদয় ব্যক্তি পেলে নিম্মোক্ত ঠিকানায় পৌছে দেওয়ার অনুরোধ যানাচ্ছি।
হারিয়ে যাওয়া কাগজ পত্রের বর্ণনা:
জেএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন নং- ১৮১৭৬৮২৮২৬, রোল নং- ৫৭৯২৬৯, এডমিড কার্ড, বোর্ড- দিনাজপুর, শিক্ষাবর্ষ- ২০১৮ইং।এসএস সি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন নং- ১৮১৭৬৮২৮২৬, এডমিড কার্ড, বিভাগ- বিজ্ঞান, বোর্ড- দিনাজপুর, শিক্ষাবর্ষ- ২০১৯২০২০ইং। এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মূল রেজিষ্ট্রেশন- ১৫০২১৮৭৭০১, বিভাগ- সিভিল, রোল- ৬৩৩৫৭১,শিক্ষাবর্ষ- ২০২১-২০২২ইং, বোর্ড- কারিগরি শিক্ষা বোর্ড। সৈয়দপুর থানাধীন কাশীরাম বেলপুকুর ইউনিয়ন/ওয়ার্ড কুমার গাড়ী এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। সৈয়দপুর থানার জিডি নং ৭৮৬। তারিখ- ১৩.১১.২০২৪।
যোগাযোগঃ
মো: আবু সাঈদ
প্রভাষক ৪৩ তম বিসিএস।
মোবাইল- ০১৭৩৮৫৯৮১৪২
ঠিকানা- গ্রাম: উত্তর কুমার গাড়ী, পোস্ট হাজারী হাট, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী।