এম. কে জাকির হোসাইন বিপ্লবী
হিংসা বিদ্বেষের পতন করে আবাদ করবো একতা, বিশ্বজুড়ে দেখতে চাই মোরা শান্তি সুখের বার্তা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান কিংবা অন্য ধর্ম, এটাই তো নই পরিচয় মোদের হয় যদি ভালো কর্ম। লেখক মোরা সাম্যবাদী গাই সাম্যের গান, হিংসা বিদ্বেষ দূরে রাখি উড়াতে ঐক্যের নিশান। ধর্ম মোদের যেটাই হোক না মানুষ মোরা শ্রেষ্ঠ, হিংসা বিদ্বেষ দাম্ভিকতা সবকিছুই তো নিকৃষ্ট। শ্রেষ্ঠ হয়ে কেমন করে করো নিকৃষ্ট কাজ, অহংকার হলো পতনের মূল তৈরি হয় ঘৃণার রাজ। ভালোবাসার আঁচল তলে গড়তে চাও যদি জীবন, হিংসা বিদ্বেষের করো পতন শক্ত করো সাম্যের বাঁধন।