কলমে রিপোর্টার আমিন কক্সবাজার
এই ঝলমলে রঙিন পৃথিবীর কিছু দুষ্ট লোকেরা।
আমার জীবনে চলার প্রতিটা পদক্ষেপে
বুঝিয়ে দিয়েছে বাস্তবতায় জীবন কতটা
কঠিন।
জীবনে কোন রক্তের সম্পর্কের দরকার নেই তো।
যদি মানুষের প্রতি মানুষের মনুষত্ববোধ থাকে,
তবেই মানুষ টিকে থাকবে।
কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়।
রাতের পর দিন, দিনের আলো শেষে রাত এভাবেই একদিন সবটাই শেষ হয়ে যায়।
এই পৃথিবীটা হচ্ছে এক ধরনের ভ্রাম্যমান আদালত।
কিছু না কিছু নিয়ে প্রতিটা মুহূর্ত বিবেকের হৃদয় কাঠগড়ায় দাঁড়াতে হয়।
তারপরও অহেতুক অযথা বে মালুম কারণে।
লোকেদের কটু কথা শুনতে হয়।
শত প্রশ্নের সম্মুখীন হয়ে হয়রানি হতে হয়।
জীবনে দেখা সব স্বপ্ন কি সত্যি হয়।
কিছু স্বপ্ন মাঝ পথেই ছেড়ে যেতে হয়।
উপরে একজন আছেন,
যার কাছে দেরি আছে।
কিন্তু না নেই।
এই দুনিয়ায় সবটাই শুধু চোখের বালি।