আবু বকার সিদ্দীক হিরা।
(খুলনা ব্যুরো প্রধান)
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫ মার্চ খুলনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও কনজুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৫ মার্চ সকাল পৌনে ১০টায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।