বিকালবার্তা প্রতিবেদক >>দীর্ঘ ১৯ বছর পর নিজ শহর সিলেটে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এম মালিক। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে তাকে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাকে সাদরে গ্রহণ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো ‘ফেভার’ চান না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় কর্মীদের দেওয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমএ মালিক বলেছেন, তারেক রহমান আইনি লড়াই করবেন। অচিরে দেশে ফিরবেন। দেশে আইনের শাসন থাকলে, তিনি (তারেক রহমান) ন্যায়বিচার পাবেন বলেও মনে করেন এমএ মালিক।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ড. ইউনূসের প্রতি বিএনপির আস্থা রয়েছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন বলে বিশ্বাস করে বিএনপি। তারেক রহমান ড. ইউনূসের পাশে থেকে সময় দিতে চান বলেও মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির এই সভাপতি।