বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির প্রভাবশালী সদস্য ও বাংলাদেশ তাঁতি লীগ নারায়ণগঞ্জ জেলা এবং সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন -১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ। জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে দিবসটি উদ্যাপিত হয়।