চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ
কে এম আবুল কাশেম (বাহাদুর)
আজ ০৫ জুন ২০২৪খ্রি. বুধবার, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বিভিন্ন কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি এবং ভোটগ্রহণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন সম্মানিত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জনাব মোঃ তোফায়েল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় সম্মানিত ভোটার ও দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেন।