প্রতিনিধি/ওসমানীনগরঃ
জিয়াউর রহমান সামজ ক্যলাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দীন খোকন বলেছেন, সিলেটের বীরত্বের পরিচয় দিয়েছিলেন সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্ধন এম.ইলিয়াল আলী। ফ্যাসিবাদ এবং ঘসেটি বেগমদের রক্ত চুক্ষ উপক্ষে করে ভারতের বিরুদ্ধে কথা বলায় হাসিনার অনুগত বাহিনী এম.ইলিয়াস আলীকে গুম করেছে। যারা এই গুমের সাথে জরিতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। শুধু সিলেট নয়, সারা দেশেই রয়েছে ইলিয়াস আলীর আকাশ চুম্বি জনপ্রিয়তা। ইলিয়াস আলীর মত নেতার এই দেশে খুব প্রয়োজন। ইলিয়াস আলী এই এলাকায় রাজনীতি ও নেতৃত্বের যে বীজ বুপন করেছেন তা ৫০ বছরেও মুছবে না।
অন্তবর্তীকালীন সরকারের উদ্যেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড আমাদের প্রশ্নবিদ্ধ করছে। জনগনের অধিকার ফিরিয়ে দেয়া এবং জবাব দিহিতা নিশ্চত করে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার আহবান জানান তিনি।
যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্টি সমাজর্কমী অভিবক্ত বালাগঞ্জ উপাজেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ আলমগীর আলী রাজুর আমন্ত্রণে সিলেট সফরে আসলে এক সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
রববিার বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে পৌছালে তাকে বিএনপি ও অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা সংবর্ধনা প্রধান করেন। দয়ামীরস্থ একটি রেস্টুরেন্ট আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম মাসুদ আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জিয়াউর রহমান সমাজক্যলাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মুহিত, আশরাফুল হক সুমন।
এ উপলক্ষে আয়োজিত সভায় থানা সেচ্ছা সেবক দলের সাবেক সদস্য এম.ডি আজাদের পরিচালনায় বক্তারা বলেন, জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলমগীর আলী রাজু বিগত আওয়ামীলীগ স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসে থেকে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুক্তরাজ্য যুবদলের পরিশ্রমী সাবেক এ ছাত্রনেতা সৈয়দ আলমগীর আলী রাজু প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণ, ভোটাধিকার প্রতিষ্টার আন্দোলন সংগ্রাম ও পিছিয়ে থাকা জনগুষ্টির সহযোগতিায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
সৈয়দ আলমগীর আলী রাজুর সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম. গিয়াস উদ্দীন খোকন তার অবদানকে দেশের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উল্যেখ করেন ।
বক্তব্য রাখেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা গয়াস আহমদ, সাব্বির আহমদ, ছাত্রদল নেতা ইকরামুল হক আল-আমিন প্রমুখ।