হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তিলিহার গ্রামের প্রাইমারি স্কুলের সামনের রাস্তাটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, তিলিহার গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, ফলে কাদাপানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। এতে পথচারী ও ছোট যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিলিহার গ্রামের এই রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। বিশেষ করে তিলিহার প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হচ্ছে। কাঁদা ও খানাখন্দের কারণে অনেক শিক্ষার্থীকেই জুতা খুলে খালি পায়ে স্কুলে যেতে দেখা যায়। অভিভাবকরা জানান, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, তখন ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়।
গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। তাদের দাবি, জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা না হলে ভবিষ্যতে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও ভেঙে পড়বে এবং জনদুর্ভোগ আরও বাড়বে।
এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত এই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের নির্বিঘ্নে স্কুলে যাতায়াতের সুবিধার্থে এবং সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক বলে মনে করছেন তারা।