মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শারসাকান্দি- বালিয়াচরা নামকস্থানে ট্রেনে কাটা পড়ে শামিমা বেগম (আঙ্গুরী ৪৫) নামে এক স্কুল শিক্ষিকার ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা উপজেলার শারসাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি একই গ্রামের সাত্তার শিকদারের মেয়ে এবং ভাঙ্গা পোস্ট অফিসের কর্মচারী আশরাফ শেখের এর স্ত্রী।
১১জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের নিকট হস্তান্তর করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করার সময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোন বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে ওই শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।