৮ জুলাই ২০২৫ ইং, মঙ্গলবার
লালমনিরহাট জেলা,
স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক বিকাল বার্তা
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন সারপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সরলখাঁ গ্রামের দেল্লার মোড় ও খামার পাড়া নামক এলাকায় মাদক ব্যবসায়ীরা অবাধে চালাচ্ছে তাদের মাদক কারবারির ব্যবসা, গোপনে এসে একব্যক্তি নাম নাবলা শর্তে মাদকের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তির ভিডিও এবং ছবি দিয়ে আমাদের বলেন এই গ্রামের তরুণ প্রজন্মের ছেলেদেরকে মাদকে আসক্ত করছেন সমাজ ধ্বংসকারী স্থানীয় মাদক ব্যবসায়ীরা।
এই মাদক ব্যবসায়ীরা ক্ষমতাশালী ব্যক্তিদের ছত্র-ছায়ায় অবাধে মাদকের কারবারি করে যাচ্ছে এবং আদিতমারী থানা আইন শৃঙ্খলা বাহিনীর নেই কোন কঠোর উদ্দেগ। ছবিতে মোঃ হান্নান মিয়ার ছেলে মোঃ শিমুল মিয়া (২৪) কে মাদক সেবন করাচ্ছেন পাশে বসে থাকা মাদক ব্যবসায়ীর মাদক বিক্রয়ের সহকারী মোঃ ইসমাইল খাঁ(৩৪), পিতা: মৃত তোফাজ খাঁ, সরলখাঁ, দেল্লার মোড়। এই মাদক ব্যবসায়ীদের অত্যাচারে এলাকাবাসী হতভম্ব। এলাকা বাসীদের কাছে এই সম্পর্কে কিছু জানতে চাইলে তারা বলেন মাদক ব্যবসায়ীরা বিগত আওয়ামী স্বৈরাচারী দোসরদের ছত্র-ছায়ায় অবাধে মাদকের কারবারি করে যাচ্ছে এবং যদি তাদেরকে নিষেধ করতে বলা হয় কিন্তু তারা কোন কিছু বাধাই পরোয়া করে না কারণ স্থানীয় জনগণের ভাষ্যমতে তাদের স্থানীয় থানা পুলিশের সাথে যোগসাজশ রয়েছে বিধায় পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এলাকা বাসীদের একটাই দাবী মাদক মুক্ত এলাকা চাই এবং মাদক মুক্ত যুব সমাজ চাই।