দেবাশীষ মজুমদার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের প্রার্থী ও মহানগরী সহকারী সেক্রেটারি ড. মোহাম্মদ আব্দুল মান্নান শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেয়ার গুরুত্ব তুলে ধরেন।
ড. মান্নান তাঁর বক্তব্যে বলেন, “দেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় হলো জুলাই গণ-অভ্যুত্থান, যেখানে অসংখ্য শহীদ ও আহত হয়েছেন স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাদের প্রতি আমাদের ঋণ শোধ করার অন্যতম উপায় হলো ‘জুলাই সনদ’ ঘোষণা করা এবং দেশের নির্বাচনে ‘প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন)’ বাস্তবায়ন করা।”
তিনি আরও বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে শুধু স্মরণসভা বা স্মৃতিস্তম্ভ যথেষ্ট নয়, বরং রাজনৈতিক সংস্কারে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। ‘জুলাই সনদ’ ও পিআর নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন গতি আসবে এবং ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”
ড. মান্নান বলেন, “আমরা যারা আগামী নির্বাচনে অংশ নিচ্ছি, আমাদের কর্তব্য হলো শহীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য একত্রিত হওয়া এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী দক্ষিণের এই দোয়া অনুষ্ঠানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই সনদ’ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।