মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় ৫৫ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দ সহ এক জন মাদক কারবারি কে গ্রেফতার করছে র্যাব ১৩। বাংলাদেশ আমার অহংকার’ এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃস্হপতিবার(১০জুলাই) বিকেলে উপজেলার রংপুর- কুড়িগ্রাম মহা সড়কের মীরবাগ বাজারের মেনাজ ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত শামীম রংপুর জেলার কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মনছুর আলীর ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে, আটকৃত শামীম কে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।