আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের সপ্তম বর্ষপূর্তি উদযাপন ২০২৫ইং খলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও সিন্নি বিতরণের মাধ্যমে পালিত হয়েছে।পরিষদের সপ্তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও সিন্নি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের দেশের প্রধান প্রতিনিধি এখলাছুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার সাবেক প্যালেন মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুস্তফা আহমদ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের দেশের প্রতিনিধি জিল্লুর রহমান, আব্দুল কুদ্দুস, বেলাল আহমদ, কাজী আব্দুল বাছিত, জাবেদ আহমদ, ও পরিষদের সহ সভাপতি মনসুর আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, ধর্ম সম্পাদক জয়নুল আবেদীন, প্রবাসী কল্যাণ সম্পাদক তানভীর আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নান, বশির আহমদ, আব্দুল মুতালিব, আব্দুল করিম, নজু মিয়া, জালাল উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি, যুবক, তরুণ সহ সর্বস্তরের জনগণ, প্রমুখ।মিলাদ ও দোয়া পরিচালনা করেন খলাছড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুস হাসান ও মুয়াজ্জিন সিব্বির আহমদ।অনুষ্ঠানের শেষে পরিষদের পক্ষ থেকে বৃহত্তর খলাছড়া এলাকার সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয়।