1. jnsbd24@gmail.com : admin :
সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ধোসররা - দৈনিক বিকাল বার্তা
১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৫৬|
শিরোনাম :
ছাতকে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ আটক শমীমের লাশ উত্তোলন বাঁধা, পিছু হটল পিআইবি!  শমীমের লাশ উত্তোলনে স্বজনদের বাঁধা, পিছু হটল পিবিআই!  ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন গোবিন্দগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম, পুনরায় কাউন্সিলের দাবীতে সংবাদ সম্মেলন,,, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন পাবনায় চলাচলের অনুপযোগী সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন  মাদ্রাসা প্রধানকে জিম্মি করে নতুন কমিটি করলেন বিএনপি নেতা!!! পাইকগাছার গড়ইখালীতে পানি নিষ্কাশন ও স্লুইচ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  গাইবান্ধার সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন।

সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ধোসররা

Reporter Name
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

বিকাল বার্তা ডেস্ক:

সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেড অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদি ২০২৬ ২০২৭ মেয়াদের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেড প্রধান কার্যালয়সহ অন্যান্য ফিল্ডে।

 

গত বছরের ৫ আগষ্টের পর স্বৈররাচারি আওয়ামীলীগ সরকারের পতনের পর তাদের দোসরা অনেকেই গা বাঁচিয়ে চলছে। অনেকে নিজেদের রাজনৈতিক পরিচয় পাল্টিয়ে নীবর রয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে অফিসার এসোসিয়েশন ও সিবিএ নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করছেন না। তবে এর ব্যতিক্রম শুধু সিলেট গ্যাস ফিল্ডে এমন অভিযোগ উঠেছে।

 

জানাযায় গত ১ জুলাই মহাব্যবস্থাপক, এনজিএল এন্ড এলপিজি এবং প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মোঃ শাহজাহান আলী স্বাক্ষরিত পত্রে তফসিল অনুযায়ী, রবিবার ১৩ জুলাই থেকে মঙ্গলবার ১৫ জুলাই অফিস চলাকালীন সময় পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২০ জুলাই, রবিবার।

 

মনোনয়নপত্র প্রত্যাহার এবং অভিযোগের সর্বশেষ সময়, মঙ্গলবার ২২ জুলাই বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই পরবর্তী বৃহস্পতিবার ২৪ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ৪ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতদের মধ্যে মধ্যে কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে নাম বলতে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী মন্তব্য করেছেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠতা রয়েছে এমন কিছু কর্মকর্তা এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এর মধ্যে আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রধান কার্যালয়ে কর্মরত ব্যবস্থাপক (সিআরইউ অপারেশন) প্রকৌ. মোঃ রাইসুল আলম শাওন তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন।

 

সাংগঠনিক সম্পাদক পদে আরেক প্রার্থী সহকারী ব্যবস্থাপক, ট্রান্সপোর্ট মোঃ নাসিম প্রধান জানা গেছে, তিনি ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে গ্যাস ফিল্ডে চাকরি নিয়েছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে শুক্রবার ছুটির দিনে কোম্পানির কৈলাশটিলা থেকে ততকালীন জ্বালানি মন্ত্রীর সুপারিশে বদলির আদেশ জারি করে ঢাকায় বদলি নিয়েছেন। গত বছরে ৫ আগস্ট সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর তাকে হেড অফিসে বদলি করা হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌ. মোঃ রাইসুল আলম শাওন ও মোঃ নাসিম প্রধান বলেন, আমাদের বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট। আমাদের মতো অনেকেইন প্রার্থী হয়েছেন, আমরা আশাবাদী ভোটারগণ আমাদের মূল্যায়ন করবেন।

 

তফসিল অনুযায়ী মোট ১৯টি পদে, ৩টি কেন্দ্রে সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, এসওডব্লিউএ এর আওতাভুক্ত ৩৩১ জন সদস্য তাদের মূল্যবান ভোট পছন্দের প্রার্থীকে প্রদান করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।