ইমরান সরকার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সদ্য সমাপ্ত দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দলীয় গঠনতন্ত্র ও নিয়মনীতি উপেক্ষা করে একতরফাভাবে ভোটার তালিকা করে লোকদেখানো সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করেন আহবায়ক। এতে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি বাতিল ও পুনরায় কাউন্সিলের দাবী জানিয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়া হাটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. মোস্তাফিজুর রহমান দুলু।
তিনি বলেন, গত ১৬ জুলাই দরবস্ত ইউনিয়ন বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অথচ প্রতিটি ব্লকে সদস্য ফরম ও মানি রিসিপ্ট সদস্যগণদের প্রদান করা হয়নি। শুধুমাত্র রেজিস্টরে নাম লিপিবদ্ধ করা হয়েছে। যা সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের নিকট জমা রয়েছে। ব্লকের চূড়ান্ত তালিকায় দেখা যায় যে, ৪নং ব্লকের ৫ নং সদস্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য, ১১নং সদস্য জামায়াতের সক্রিয় সদস্য। এমনকি অনেক সদস্যকে নির্ণয় করা যাচ্ছে না তারা প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতি করে কিনা? ৭নং ব্লকের ২৮ নং সদস্য জাতীয় পার্টির নেতা, ব্লকের ৩৬ ও ৩৭নং সদস্য নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের সদস্য। যাদের বয়স ১৮ থেকে ২০ বছর। ৪৬নং সদস্য আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জামাই। ৩৯নং সদস্য ৮নং ব্লকের বাসিন্দা। ইউনিয়ন আহবায়ক কমিটির ৩৪ নং সদস্য ও বিগত ব্লক কমিটির সভাপতি আইয়ুব হোসেন ভোটকেন্দ্র পোড়ানোর ৪টি মামলার আসামি। তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ কর্তৃক নির্যাতন শিকার অথচ তাকে ওই ব্লকের ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে রাখা হয়নি। আওয়ামী লীগের আমলে ৩টি মামলার আসামি, তাকেও ওই ব্লক কমিটিতে রাখা হয়নি। দরবস্ত ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির ৩৮নং সদস্যকে ওই ব্লক কমিটিতে রাখা হয়নি। ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী রেজাউল করিম সর্বোচ্চ দলীয় মামলার আসামি হয়েও তাকে ওই ব্লক কমিটিতে স্থান দেওয়া হয়নি। ১নং ব্লকের ৯ ও ১৪নং সদস্য জামাতে ইসলামীর সক্রিয় কর্মী। ইউনিয়ন বিএনপির আহবায়ক বিভিন্ন ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে নিজের মনগড়া ব্যক্তিদের নিয়ে ব্লক কমিটি গঠন করেছে। আহবায়ক কমিটির সদস্যদের না অবগত করে ইউনিয়নের একপ্রান্তে কোমরপুর হাইস্কুল মাঠে সম্মেলনের স্থান নির্ধারণ করেছে।
সংবাদ সম্মেলনে ইউপি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রধান, ইউপি যুবদলের সাবেক সভাপতি রফিকুদ্দৌলা রনজু মিয়া, ইউপি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বিএনপির চলমান পুনর্গঠনের প্রক্রিয়ায় তৃণমূল থেকে শক্তিশালী নেতৃত্ব গড়ার লক্ষ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য কাউন্সিল অপরিহার্য। অনিয়মের মাধ্যমে গঠিত কমিটি সংগঠনের ক্ষতি ডেকে আনবে। তারা বিএনপির কার্যনির্বাহী কমিটির হস্তক্ষেপ কামনা করে অনিয়মের তদন্ত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পুনরায় ইউনিয়ন কমিটি গঠনের জোর দাবি জানান।