1. jnsbd24@gmail.com : admin :
সাতক্ষীরায় কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসুচি পালিত - দৈনিক বিকাল বার্তা
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:১২|
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত  ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু  পাথরঘাটায় চিকিৎসক সংকট: ২৯ পদের বিপরীতে মাত্র ২ চিকিৎসক, মানববন্ধনে ক্ষোভ প্রকাশ সিলেট-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী।  জকিগঞ্জে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের সপ্তম প্রতিষ্টা বার্ষিকী পালিত। সিলেটর লোভাছড়া পাথর কোয়ারীতে ইউএনও’র অভিযান, ৪ ক্রাশার মেশিন ধ্বংস   কাউনিয়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত  র‍্যাব ১৩ অভিযানে মাদক কারবারি গ্রেফতার।  ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক ভাবে স্কুল শিক্ষিকার প্রান গেল  টানা বৃষ্টিতে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক যেন ম’র’ণফাঁদ: সংস্কারের অভাবে সড়ক অচল

সাতক্ষীরায় কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসুচি পালিত

Reporter Name
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

এস এম রনি, সাতক্ষীরা :- প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ভারী বর্ষন উপেক্ষা করে অবস্থান কর্মসুচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতী রেখে এ অবস্থান কর্মসুচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।

স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সদর উপজেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক এস.এম নুর ইসলাম, শ্যামনগর উপজেলা সভাপতি আনিছুর রহমান, আশাশুনি উপজেলা সভাপতি সাইফুল্লাহ হোসেন, কালিগঞ্জ উপজেলা সভাপতি মনিন্দ্র নাথ, কলারোয়া সভাপতি সেলিমুজ্জামান, তালা উপজেলা সভাপতি আব্দুল কাদের, দেবহাটা উপজেলা সভাপতি আবু তারেক নুরে আজম প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। কিন্তুু তারা এখনো অবহেলিত। সরকারি স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদা না পেয়ে তারা ক্ষুব্ধ ও হতাশ।

বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তারা এসময় তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।