,,,,,,স্টাফ রিপোর্টার,,,,,
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে, শুক্রবার(১১-০৭-২০২৫) বিকেল ৫:০০ ঘটিকার সময় আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের হল রুমে পূর্ণমিলনী অনুষ্ঠান প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলণী বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ রুমন আলী।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ আশিকুর রহমান।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিত হতে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীরা তাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেণ। পূর্ণমিলণী অনুষ্ঠান টি সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সার্থক করার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আহবান করা হয়।
আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলণী অনুষ্ঠানটি সফল ও সার্থক করার লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে অনুষ্ঠানটি সফল করার আশ্বাস ব্যক্ত করেন।