এসএম কিবরিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
শুক্রবার(২০জুন) বিকাল ৪টায় উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযানে মোবাইল ডিসপ্লে-৬৩৬ পিস, ভারতীয় আইবল ক্যান্ডি-১,১৯৫ পিস এবং বিভিন্ন প্রকার কসমেটিকস্-২০৮ পিস আটক করা হয়েছে।
আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য সিজার মূল্য ৪৪ লক্ষ ৫৫ হাজার ৫ শত ৫০ টাকা।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ মুকুন্দপুর বিওপি হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কফ-১২২ বোতল আটক করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে ২৫বিজিবি জানান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।