1. jnsbd24@gmail.com : admin :
শিবপুরে জমি সংক্রান্ত বিরুদে হামলা ভাংচুর লুটপাটে অভিযোগ পাওয়া গেছে  - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:০২|
শিরোনাম :
গোবিন্দগঞ্জের জামায়াতের বিক্ষোভ মিছিল,,,  আমারে কাঁদায় গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে এনসিপির শক্ত অবস্থান পাথরঘাটার কাকচিড়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্যের লন্ডনে আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন শিবগঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই হাফিজ আহত লোকসান ভাঙ্গায় ভূমি সেবা অনলাইনের সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর হামলার প্রতিবাদে ভাঙ্গার সড়ক অবরোধ বিশ্বম্ভরপুরে নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শিবপুরে জমি সংক্রান্ত বিরুদে হামলা ভাংচুর লুটপাটে অভিযোগ পাওয়া গেছে 

Reporter Name
  • প্রকাশকাল : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

মো: হানিফ খন্দকার নরসিংদী:

নরসিংদী শিবপুর শাহপুর জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।জানা যায় গত ২৬ শে জুন বিকেল ৪ ঘটিকায় শেফালী বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাদের ব্যবহৃত টয়লেট গোসলখানা ভাংচর সহ বাড়ির ভিটি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যচক্র শেফালী বেগমের ভুমি দখলের চেষ্টা করে আসছে। উক্ত তারিখে বিকাল ৪ ঘটিকার সময় ভূমিদস্য চক্রের সদস্য ১।সাদ্দাম মিয়া (৩৫) ২।আশিকুল (৩৭) ৩। মোহাম্মদ (৩০) ৪। ছিদ্দিক মিয়া(৩৬) ৫। সুজন (৪২) ৬। নাহিদা (৩০) ৭। শানু বেগম (৩৫) ৮। আবু ছাইদ (৫০) ৯।ঋতু (৩০) সহ ৫/৭ জনের একটি ভূমি দস্য চক্রের দল এসে হামলা ভাংচুর করতে থাকলে শেফালী বেগম এসে বাধা দিলে তারা শেফালী বেগমের উপরে চড়াও হয়ে তার উপর হামলা করে দেশীয় ও অস্ত্র সশস্ত্র নিয়ে হামলায় শেফালী বেগমের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এই সময় তার দুই মেয়ে এসে তাকে রক্ষা করতে এলে তাদেরকেও বেদরক মারপিট করে। এতে শেফালী বেগম এর মেয়ে আঁখি বেগমের (২৫) এর কোমরে, পেটে, পিটে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং তাদের সাথে থাকা স্বর্ণের গলার চেইন এবং কানের দুল ও ঘরের থাকা দা, বটি মূল্যবান সামগ্রী যাহার মুল্য আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় । এ সময় শেফালী বেগমের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা এই ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত চলে যায়।তারপরে এলাকাবাসীর সহযোগিতায় শেফালী বেগম ও তার এক মেয়ে আঁখি আক্তার কে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেন। ঘটনার পর দিন শিবপুর থানায় হাজির হয়ে উক্ত ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে শেফলী বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এস আই আ: কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সততা পান এবং সকলকে শান্ত থাকার জন্য নির্দেশ করে। ভুক্তভোগী নিরিহ শেফালী বেগম এর পরিবার প্রশাসনের মাধ্যমে ভূমিধস্যচক্রের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।