মহসিন আলম মুহিন
স্মৃতিরা ভীড় করে, অতীত টেনে ধরে, টেনে টেনে সম্মুখে নামায়,
বেঁচে থাকা হলো ধায়, আমারে কাঁদায়, শুধু আমারে কাঁদায়।।
কোথায় যে পাবো তারে, দেশ হতে দেশান্তরে, খুঁজে খুঁজে হই পেরেশান,
নেই তার কোনো ছায়া, পরে আছে মিছে মায়া, ধোঁকা অফুরান।।
সাজানো বাগানে আজ, পড়েছে ভীষণ বাজ, ফুলগুলো ঝরে একাকার,
গোলাপি বদন নেই, মায়াবী নয়ণ নেই-আছে শুধু ব্যথারই পাহাড়।।
মনেতে মন নেই, দেহ মাঝে বল নেই, সব যেন ভেঙে চুরমার,
নিঠুর দরদীয়া, হারালে দেখা দিয়া, হৃদয়ে শুধু হাহাকার।।
আর পারি না প্রিয়, একবার দেখা দিও, জীবনের শেষ সীমানায়,
ব্যথায় ভরা বুক, হারায় স্বপ্ন-সুখ, শুধু শুধু আমারে কাঁদায়, আমারে কাঁদায়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯