স্টাফ রিপোর্ট মোঃ শহিদুল ইসলাম:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চৌধুরী মহিলা কলেজ এলাকার কারেন্ট মাজার সংলগ্ন স্থানে একদল চিহ্নিত মাদক কারবারি আড্ডা দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। এক পর্যায়ে এক মাদক ব্যবসায়ী এএসআই হাফিজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এএসআই হাফিজের আঘাত গুরুতর নয় তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।