মহসিন আলম মুহিন
লাভ কই, ক্ষতি, লোকসান, আওয়াজ নেই শুন সান,
কি হবে চিৎকারে, তর্জন-গর্জনে ভেঙে যদি খান খান।।
আমার আমার করে মরাটা যে বোকাদের কাজকাম,
পরের হক মেরে খাওয়া লোকসানে তাই বিধিবাম।।
কত এলো গেলো হিসাব-নিকাশ এলোমেলো মেছাকার,
স্বার্থের লোভে পড়ে গেলে কপালটাই পুড়ে ছারখার।।
দিন ফুরিয়ে রাতের আঁধার আর যদি না কভু কাটে,
লাভ হবে না অন্য কাহারো পা দুইখানা চেটে চেটে।।
ভালো সময় থাকতে হাতে হিসাব নিকাশ করা ভালো,
নয়তো শুধু ঝুট ঝামেলায় দুনিয়া তোমার হবে কালো।।
অসৎ ধান্ধায় ডুবে যদি তোমার শেষ ঠিকানা মরণ হয়-
তাইলে বলো লাভ কি হলো বিধাতার এই দুনিয়ায়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯