1. jnsbd24@gmail.com : admin :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, প্রেসক্লাব সভাপতিসহ আহত ৩০ - দৈনিক বিকাল বার্তা
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:২৩|
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত  ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু  পাথরঘাটায় চিকিৎসক সংকট: ২৯ পদের বিপরীতে মাত্র ২ চিকিৎসক, মানববন্ধনে ক্ষোভ প্রকাশ সিলেট-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী।  জকিগঞ্জে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের সপ্তম প্রতিষ্টা বার্ষিকী পালিত। সিলেটর লোভাছড়া পাথর কোয়ারীতে ইউএনও’র অভিযান, ৪ ক্রাশার মেশিন ধ্বংস   কাউনিয়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত  র‍্যাব ১৩ অভিযানে মাদক কারবারি গ্রেফতার।  ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক ভাবে স্কুল শিক্ষিকার প্রান গেল  টানা বৃষ্টিতে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক যেন ম’র’ণফাঁদ: সংস্কারের অভাবে সড়ক অচল

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, প্রেসক্লাব সভাপতিসহ আহত ৩০

Reporter Name
  • প্রকাশকাল : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

এস এম রনি , সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশেমসহ সাংবাদিকদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন। এরমধ্যে তিন জন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এ ঘটনায় বিকালে প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনের নামে থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

অভিযোগ উঠেছে, ক্লাবের কথিত সভাপতি মাদকাসক্ত আওয়ামী দোসর আ.ন.ম আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে ইমরান ও অমিত ঘোষসহ ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা এই হামলা চালায়।

সোমবার (৩০ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই হামলায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক এম বেলাল হোসাইন, অনির্বানের সোহরাব হোসেনসহ অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

হামলার শিকার সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করে। তাদের হামলায় আমাদের অন্তত ৩০ জন সাংবাদিক ও সদস্য আহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, আবু সাঈদ ও আব্দুল বারী কিছু অসাংবাদিকদের নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেসক্লাব দখল করে রেখেছেন এবং তাদের মতের বিরুদ্ধে গেলেই এভাবে হামলা ও নির্যাতন চালানো হয়।

বাংলাভিশন ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অগঠনতান্ত্রিক ও অবৈধ উপায়ে প্রেস ক্লাব দখল করে রেখেছেন। তারা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আজ সাংবাদিকদের উপর যে নগ্ন হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

এদিকে, এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

ঘটনার পর থেকে প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।