1. jnsbd24@gmail.com : admin :
সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বিকাল বার্তা
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:৪৭|
শিরোনাম :
সিলেট-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী।  জকিগঞ্জে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের সপ্তম প্রতিষ্টা বার্ষিকী পালিত। সিলেটর লোভাছড়া পাথর কোয়ারীতে ইউএনও’র অভিযান, ৪ ক্রাশার মেশিন ধ্বংস   কাউনিয়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত  র‍্যাব ১৩ অভিযানে মাদক কারবারি গ্রেফতার।  ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক ভাবে স্কুল শিক্ষিকার প্রান গেল  টানা বৃষ্টিতে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক যেন ম’র’ণফাঁদ: সংস্কারের অভাবে সড়ক অচল আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলণী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।  সিলেটে প্রতারক চক্রের দুই মূলহোতা গ্রেফতার রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃতুতে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের শোক জ্ঞাপন

সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশকাল : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

নারায়ন চক্রবর্তী স্টাফ রিপোর্টার : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল

উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের

 

আমির মো. এনাম খা’র সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ এর

 

সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী মাওলানা মো. মোবারক হোসাইন।

 

 

প্রধান অতিথি তার বক্তৃতাকালে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিগত সরকারের আমলে দেশব্যাপী জামায়াতের নেতা-কর্মীরা অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে দেশবরেণ্য আলেম-ওলামাদের। স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সেই গণমাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে বাধা প্রদান করেছিল।

 

 

তিনি আরও বলেন, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুক। সাংবাদিকরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এটাই আমাদের কাম্য। দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে প্রধান অতিথি বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী এডভোকেট মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খন্দকার বরকত উল্লাহ মিন্টু।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।