মহসিন আলম মুহিন
আমি সবার হবো, সকলের পাশে পাশে রবো-
সুখের সাথী যেমন, দুঃখেও কাছে টেনে নেবো।
ডাকলে যাবো, সমস্যা যতো ভাগ করে নেবো,
সব সময় সবার আমি, বড়ো আপন হয়ে রবো।
লোক দেখানো না, মানুষ হয়ে মানুষের আমি হবো,
বিপদ-আপদ, যাতনায়, ঝরা-খরায়, সরে নাহি যাবো।
ঐক্যে আর সাম্যের বাণী সদাই রবে মুখে মুখে-
সহযোগিতা, সহমত, সহমর্মিতা এরাও রবে বুকে।।
নিজে খেযে অন্যের জন্য চিন্তা থাকবে মাথায়,
কাজ-কর্ম আচার, আচরণে, কেহ যেন কষ্ট নাহি পায়।।
আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশী কিংবা বিদেশী-
সবাই আপন মোর, কেহ নয় পর, সকলেরে ভালবাসি।।
মিলেমিশে থাকবো, সবাইকে নিয়ে একসাথে রবো,
হাসি-কান্না-অসুখ বেদনায় কভু জুদা নাহি হবো।।
জীবনে-মরণে, দিবা-নিশিযাপনে থাকবো কাছাকাছি,
ভালো চিন্তা, সেবার মনোভাবে রবো-যতদিন বাঁচি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ- চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯