1. jnsbd24@gmail.com : admin :
মহাস্থান প্রেস ক্লাবের উদ্যোগে পথশিশু ও ছিন্নমূল মানুষের খাবারের আপ্যায়ন অনুষ্ঠান।  - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:১৩|

মহাস্থান প্রেস ক্লাবের উদ্যোগে পথশিশু ও ছিন্নমূল মানুষের খাবারের আপ্যায়ন অনুষ্ঠান। 

Reporter Name
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত মহাস্থান প্রেসক্লাব। মহাস্থান প্রেস ক্লাব একটি সুনামধন্য প্রেসক্লাব। ১৯৯৮ সালে মহস্থান প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। সেই সূচনা লগ্ন থেকে শুরু করে মহাস্থান ক্লাব উপজেলা বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন,, মানবিক কার্যক্রম গুলো পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় ২৪ শে জুন রোজ মঙ্গলবার পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য এক মধ্যাহ্নভোজের আয়োজন করে। সমাজে যারা অবহেলিত বিভিন্ন আচার অনুষ্ঠানে যারা দাওয়াত পায় না তাদের জন্য এ আয়োজন করা হয়। উক্ত পথ শিশু ও ছিন্নমূল মানুষের আপ্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। প্রধান অতিথি জিয়াউর রহমান তার বক্তব্যে সূরা আল মাউনের তিনটি আয়াত উচ্চারণ করে বলেন এতিম মিসকিনদের খাওয়ানো আল্লাহ তাআলার একটি নির্দেশ। তিনি মহাস্থান প্রেস ক্লাবের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির চিপ বুরো জনাব আব্দুর রহিম বগরা। বিশেষ অতিথি আব্দুর রহিম বগরা তার বক্তব্যে বলেন আমি বাংলাভিশন টেলিভিশনে এর আগে ইহা সম্প্রচার করেছি। আমাকে বাংলাভিশন টেলিভিশন থেকে জানানো হয় যে বাংলাদেশের একমাত্র প্রেসক্লাব যে প্রেসক্লাব এমন মহৎ কাজ করে থাকে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা তদন্ত অফিসার শুকুর আলী। তিনি বলেন আমি কখনো দেখিনি কলম সৈনিক ভাইরা এমন মহৎ কাজ করে থাকে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক জনাব তাহেরুল ইসলাম। তিনি বলেন মহাস্থান প্রেসক্লাব অনেক আগে থেকেই এমন উদ্যোগ গ্রহণ করে আসে।পথশিশু ও অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা, শীতকালে শীতার্ত তো মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ, ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে মহাস্থান প্রেসক্লাব অংশ গ্রহণ করে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক শাহ আলম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন,

মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা এএইচ এম রবিউল করিম,মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার,নির্বাহী সদস্য শাহ আলম, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল,সহ সভাপতি রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা,মোকামতলা মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, বাংলাভিশন বগুড়া অফিসের ক্যামেরা পার্সন মতিউর রহমান,মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম সাজু,সহ সভাপতি তাহেরা জামান লিপি,সাধারণ সম্পাদক এস আই সুমন,কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন,প্রচার সম্পাদক আব্দুল বারী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মুনসুর রহমান আকাশ,নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আমিনুল ইসলাম রতন,আজিজুল হক বিপুল,আব্দুর রহিম,

সদস্য শাকিকুল ইসলাম শাকিল,শহিদুল ইসলাম স্বাধীন,সাংবাদিক আব্দুর রহমান নাহিদ প্রমূখ।

অনুষ্ঠানে ২০০ শতাধিক ছিন্নমূল পথ শিশু ও অসহায় মানুষদের মাঝে খাবার পরিবেশ করা হয়।

মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান মিঠুর সভাপত্বিতে পথশিশু ও ছিন্নমূল মানুষের আপ্যায়ন অনুষ্ঠান পরিচালিত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাস্থান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।