1. jnsbd24@gmail.com : admin :
পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ধরা পরা ইয়াবা গাঁজা আগুনে পুড়ে ধ্বংস  - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:০৫|

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ধরা পরা ইয়াবা গাঁজা আগুনে পুড়ে ধ্বংস 

Reporter Name
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

কে এম বেলাল 

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:

বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৪ লক্ষ ১৩ হাজার টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন প্রাঙ্গণে প্রকাশ্য এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

 

ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও পাথরঘাটা থানার পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ১৫০ পিস ইয়াবা এবং ১১ কেজি ২৯০ গ্রাম গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ। তিনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গত ১ মে ২০২৫ থেকে ১০ জুন ২০২৫ পর্যন্ত পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে চারটি পৃথক যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, এবং ৫টি গাঁজা গাছ (১০ টুকরো, ওজন ২ কেজি ৯০০ গ্রাম) উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে নমুনা হিসেবে ১০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও গাঁজা গাছের ১ টুকরো থানায় জমা রাখা হয়েছে।

 

পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা, বরগুনা স্মারক নং ১০০৭ (তারিখ: ১৫ জুলাই ২০২৫) এর মাধ্যমে ধ্বংসযোগ্য মাদকদ্রব্য ধ্বংসের অনুমতি প্রদান করেন। সেই নির্দেশনার ভিত্তিতেই আজকের এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।

 

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ আরও বলেন, উপকূলীয় এলাকার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পাথরঘাটা স্টেশন এলাকায় এই ধরনের মাদক ধ্বংস কার্যক্রম জনসচেতনতার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।