1. jnsbd24@gmail.com : admin :
বর্ষার আগমনে - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:৪১|

বর্ষার আগমনে

Reporter Name
  • প্রকাশকাল : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

মহসিন আলম মুহিন

 

ষড়ঋতুর পরিক্রমায় বর্ষা এলো ধরার মাঝে-

স্নিগ্ধতা ফিরে এলো মন সাজে এক নতুন সাজে,

এই বুঝি তাপদাহ সবই দূর হয়ে আজি গেলো,

গাছ ও পাখীরা ফটিক জলের আশা খুঁজে পেলো।।

 

গ্রীষ্মের খরা, রৌদ্রে পোড়া দিনগুলো সবই শেষ-

কদম ফুটেছে তারই ঘ্রাণে মাতোয়ারা পরিবেশ,

আকাশ পড়েছে মেঘের শাড়ি-নেচে উঠে গর্জনে,

বাদল ধারা ঝরে ঝর ঝর এ ঋতুর আগমনে।।

 

বিরহের উত্তাপ ধুয়ে যাবে সব, জোয়ার লেগেছে প্রাণে-

প্রেমিক মন বৃষ্টিতে ভিজে প্রিয়ারে ‘স্মরে ক্ষণে ক্ষণে,

নদীর বুকে নৌকা চলে ছেলেরা, জেলেরা ধরে মাছ,

নতুন পানি, পাড়ার ছেলেদের বেড়ে গেছে কতো কাজ।।

 

বৃষ্টিতে ভেজা ফুলের বাগান চোখ জুড়ানো শোভা-

বৃষ্টিতে ভিজে গাঁয়ের মেয়েরা ফুলেতে সাজায় খোপা,

অপরূপ সাজে, সাজে প্রকৃতি-লাগে বড় মনোহর,

ফসলের মাঠে উর্বরতা ফোটে, আশা-ভরসার সমাহার।।

 

আসুক বর্ষা, আসুক নতুন, ভালো যত আছে সাথে নিয়ে-

দূষিত সব ধুয়ে মুছে যাক-বিধাতার দান পেয়ে,

এ ঋতু পেয়ে জোয়ার আসে মনে যদিও সময় শেষ,

কবিতা ও ছন্দে বেঁচে থাক প্রাণ-এ নহে মন্দ, এও যে লাগে বেশ।।

 

রচনাকালঃ-

(পিজি হাসপাতাল-ঢাকা)-

মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী

জেলাঃ-সিরাজগঞ্জ

মুঠোফোন-০১৭১৬৯১৩৯৩৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।