মহসিন আলম মুহিন
মনের মত মন পেলে জীবনটা হয় সুখের,
মন ভালো না পেলে জীবনটা হয় দুঃখের।।
বাঁকা মন নষ্ট ভ্রষ্ট কূটচাল আর ভয়,
ভালো হারা, স্বপ্ন নষ্ট শান্তি সুখের ক্ষয়।।
মন আর মনের মিলে সব কিছু হয় সুন্দর,
ঘর হাসে ছন্দ তালে জুড়ায় প্রাণমন অন্তর।।
মনের মত মন পাওয়া ভাগ্যে লেখা রবের দান,
মনের যত চাওয়া পাওয়া দূর হয় সব পেরেশান।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯