মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের মনোবল বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে মধুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জুলাই) সন্ধায় টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় হলরুমে সাংগঠনিক সভায় টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ সহ টেপামধুপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।