মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি:
অবশেষে হারিয়ে যাওয়া এক শিশু রোজামনি(৫) ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় শিশুটি ২ দিন ভাঙ্গা থানায় থাকার পর শনিবার তার দাদীর নিকট হস্তান্তর করা হয়। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় শিশুটির সন্ধান পান তার পরিবার। ২ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ভাঙ্গার সাংবাদিকবৃন্দ এবিষয় নিয়ে জোর প্রচারনা চালান। পরে শিশুটির পরিবারের দৃষ্টিগোচর হয়। শিশুটির পিতা-রতন, মাতা – মাহী, বিল্লাল মুন্সির বাড়ির ভাড়াটিয়া, বাসা নং ৩০৮/এ/২ (ধোলাইপাড় কবিরাজ /পুলিশ গলির মুখে), দক্ষিণ যাত্রাবাড়ী,ডাকঘর যাত্রাবাড়ী ১২০৪, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।এই শিশু বাচ্চার বাড়ির সামনে বাস স্ট্যান্ডের থেকে শিশু বাচ্চাটি অজান্তে গাড়ির ভিতরে উঠে পিছনে সেট গিয়ে আগে বসে থাকে এবং পরে ভাঙ্গা বাস স্ট্যান্ড কাউন্টারে এসে গাড়ির হেলপার বাচ্চাকে নামিয়ে দেয়।
উল্লেখ্য যে,শিশুটিকে ২ দিন আগে ভাঙ্গা বাসস্টান্ডে একটি পরিবহনের কাউন্টারে খুঁজে পাওয়া যায়।এর পরিবারের আদরের কন্যা কে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা রোজামনি বাবা ও দাদীর।