ইমরান সরকার গাইবান্ধা:- ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ীকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা জুলাই মঞ্চ।
১২ জুলাই ২০২৫ শনিবার রাত সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা পৌর পার্ক থেকে জুলাই মঞ্চ ব্যানারে দেশজুড়ে চলমান চাঁদাবাজি, হত্যাযজ্ঞ, সন্ত্রাসবাদ কায়েম ও ঢাকায় পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীকে বর্বরতম হত্যার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পৌর পার্ক এলাকা প্রদক্ষিন শেষে পূর্নরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জুলাই মঞ্চের আহ্বায়ক আমিনুর রহমান, মুখপাত্র মোশাররফ হোসেন, মুখ্য প্রতিনিধি আবুল বাশার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এস এস মামুন, মুখ্য সমন্বয়ক শাহাজ উদ্দিন রিয়াদসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, ২৪ শের জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের বিতারিত করা হলে, নতুন ফ্যাসিস্টের জন্ম হয়েছে। জুলাই অভ্যূত্থানের সাথে বৈঈমানি করে আর কাউকে সন্ত্রাসী, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে যারা জড়িত তাদের সকল আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। এছাড়া চলমান নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।