1. jnsbd24@gmail.com : admin :
গোলাপ কেন কাঁদে - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৪৪|

গোলাপ কেন কাঁদে

Reporter Name
  • প্রকাশকাল : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

মহসিন আলম মুহিন

 

কাঁদো চিৎকার করে কাঁদো-

আকাশে বাতাসে, ভেজা গলাটি সাধো।।

 

নতুন করে শোধ করো ঋণ-

ভুলেও যেন থামেনা-কণ্ঠের বীণ।।

 

বাগানও আছে, ফুলও আছে-

ভক্ত মালীরা সবাই-কই হারিয়ে গেছে।।

 

গোলাপ কাঁদে, দেখে, শিউলী কাঁদে-

কাঁদে চাঁপা, শাপলাও জলে কাঁদে।।

 

দেখো শুধু কাঁন্না নেই-

রক্ত জবা, সূর্যমুখী, ওরা আছে আনন্দেই।।

 

রক্ত জবা লাল পেয়েছে-

জুলাই আগষ্টে, ছাত্র-জনতার কাছে।।

 

আবার সূর্যমুখীটাও মৃদু হাসে-

উঁকি মারে নতুন স্বাধীন ভোরের আকাশে।।

 

গোলাপের মনটা শুধুই খারাপ-

তাকে যারা করতো কদর আজকে তাদের অভাব।।

 

শুধু গোলাপকে যারা নেবে-

তারাই সবে হারিয়ে গেছে বারুদের উত্তাপে।।

 

তাইতো, কাঁদে গোলাপ কাঁদে-

বিরহে গোলাপ ঝরে পড়ে চার বেহারার কাঁধে।।

 

 

মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর

উপজেলাঃ-চৌহালী

জেলাঃ-সিরাজগঞ্জ

বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ

মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।