1. jnsbd24@gmail.com : admin :
জুলাই আগষ্টের জখম - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:২৭|

জুলাই আগষ্টের জখম

Reporter Name
  • প্রকাশকাল : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

মহসিন আলম মুহিন

 

শরীরে জখম, চোখে জখম

ক্ষত বিক্ষত সারা তনু-মন,

কেমনে বুঝাবো দুঃখ বেদনা-

অশ্রু জলে ভাসে দু’নয়ন।।

 

কত সোনা মুখ-মাটির কবরে

কত চাঁদ মুখ উঠলো চিতায়,

শহীদ আবুসাঈদ, শহীদ হাফেজ সিয়াম-

শহীদ মুগ্ধ সহ-শহীদ বোনেরা ঘুমায়।।

 

হাজারো শহীদ রক্ত দিলো অকাতরে

হটাতে একরোখা খুনী স্বৈরাচার,

ছাত্র জনতার খুনে লাল হয়ে-

এলো, নতুন স্বাধীনতার সমাচার।।

 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই

শহীদ হলো যে কতো শিহাব,

এই বেদনা কারে কেমনে বুঝাই-

হবে না পূরণ তাদের অভাব।।

 

বুলেটের আঘাত খেয়ে খেয়ে-

অজানা আশঙ্কায় কাটছে দিন,

হাসপাতালের বেডে জখম অনেকে-

কারো কারো বাঁচার আশাটা ক্ষীণ।।

 

দুইহাজার চব্বিশ সালের বাংলার ছবি

যাবে না কখনও মুছেফেলা,

“জুলাই-আগষ্টের”-শোকের স্মৃতি-

সবাইকে বুকে লয়ে, শপথ করে,

আগামী দিনের হোক পথচলা।।

 

মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর

উপজেলাঃ-চৌহালী

জেলাঃ-সিরাজগঞ্জ

বিভাগঃ-রাজশাহী

দেশঃ-বাংলাদেশ

মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।