চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফেকচারিং এন্ড এক্সপোর্টার এসোসিয়েশনেরপরিচালক
মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী,বলেছেন
ইমাম হোসাইন (রা.) কারবালার ময়দানে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করে শাহাদতবরণ করেছিলেন কিন্তু অসত্য ও অন্যায়ের কাছে মাথানত করেননি। তারুণ্য-দীপ্ত ঈমানের অধিকারী ইমাম হোসাইন (রা.) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের জীবন উৎসর্গ করে ইসলামকে স্বমহিমায় পুনরুজ্জীবিত করেছিলেন। শুধু তাই নয়, তিনি সেদিন কারবালার প্রান্তরে ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে স্ব – পরিবারে শাহাদাত বরণ করেন । ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁর এ অসম আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তার এ সর্বোচ্চ ত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। কারবালার ঘটনা থেকে মানবগোষ্ঠীর জন্য যেসব শিক্ষা রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে হজরত ইমাম হোসাইন (রা.) নিজের জীবন উৎসর্গ , কেননা তিনি সেদিন ক্ষমতার লোভে কিংবা ন্যায়নীতির প্রশ্নে আপস করেননি। খিলাফতকে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রে রূপান্তরে এজিদের বলপ্রয়োগে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চক্রান্তের প্রতি আনুগত্য স্বীকার না করে তিনি প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হয়ে বিশ্ববাসীর কাছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে প্রতিরোধ সংগ্রামের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা যুগে যুগে মুমিনদের ঈমান আক্বিদা মজবুত করার অনুপ্রেরণা হয়ে আছে এবং থাকবে । তিনি সত্য – মিথ্যার আদর্শিক প্রশ্নে বিশ্বনবীর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রহ:) এর দেখানো পথ অনুস্মরণের মাধ্যমে সকলকে আদর্শিক জীবন গঠনের আহবান জানান।
তিনি গতকাল পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ১০ দিনব্যাপী ২০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এতে সভাপতিত্ব করেন দরবারের অন্যতম সাজ্জাদানশীন পীরে তরিকত্ব আলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরী (মা.জি.আ), স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের চেয়ারম্যান শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী মদ্দাজিল্লুহুল আলী।
বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলিম, ছালেহ আহম্মদ-হাছান বানু ফাউন্ডেশন, চেয়ারম্যান, ডা: মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, সাংবাদিক আবদুল হাকিম রানা,সমাজসেবী মোহাম্মদ আবুল হোসেন (ছাবের), আলহাজ্ব মোহাম্মদ ইছহাক, আমিরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল মনসুর আমিরী আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক ও চেয়ারম্যান, সুন্নি নুরানী বোর্ড বাংলাদেশ।হযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভীদরবারের আউলাদে পাকগনের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ খলিলুজ্জামান শাহ্ আমিরী (শিবলু)শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জমান আমিরী পীরে তরিকত্ব মাওলানা সৈয়দ মহিউদ্দিন শাহ আমিরী পীরজাদা সৈয়দ মোকাম্মেল শাহ আমিরী
তকরীর করেন আল্লামা আবদুল আলীম নুরী,মাওলানা ক্বারী রহুল আমিন সিদ্দিকী, মাওলানা মুফতী ইরফানুল ইসলাম, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ঈসমাইল প্রমুখ । এতে প্রধান অতিথি আহলে বাইয়াতের আদর্শ ও আত্মত্যাগের মহিমায় সত্য ও ন্যায় প্রতিষ্টার ক্ষেত্রে এ আয়োজনের মাধ্যমে অর্জিত অনুপ্রেরণা ধারণ করার ও আহবান জানান। পরে এতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও মুক্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ।