বিশেষ প্রতিনিধি অপূর্ব ধর।
কেরানীহাট এলাইট হসপিটালে এক প্রসূতি রোগীর ভুল চিকিৎসায় মারা গেছে, থামচে না স্বজনদের আহাজারি।
সাতকানিয়ায় কেরানীহাট এলাইট হসপিটালের ভুল চিকিৎসায় দোহাজারী দিয়াকুলে সাইমুম আকতার নামে এক প্রসূতি রোগী ডেলিভারিতে অঙ্গপ্রত্যঙ্গ খেটে যাওয়া অতিরিক্ত রক্ত ক্ষরণে রোগী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে সেইখানের ডাক্তার গণ বলেন এলাইট হসপিটালের রোগীর পিরিয়* রাস্তা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্ত ক্ষরণ হয় রোগীর মা অভিযোগ করে বলেন কেরানীহট এলাইট হসপিটালের ভুল চিকিৎসায় আজ আমার মেয়ে জীবন মৃত্যুর সাথে মেয়ের জন্য দোয়া চান এবং দেশবাসী ও প্রশাসনের কাছে বিচার চান।
৯ জুন ২০২৫ ইং রাত ৯ টাইর সময়
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।