1. jnsbd24@gmail.com : admin :
কলমের কান্না - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:৩৩|

কলমের কান্না

Reporter Name
  • প্রকাশকাল : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

মহসিন আলম মুহিন

 

সাপের প্যাঁচে আটকায় কাঙ্ক্ষিত চাওয়া-

দুবলার চর এখন মরুভূমি,

দুধাল গরু খায় মানুষের খাবার।।

 

পথ শিশুরা আটকে থাকে বিবেকহীন সিঁড়িতে-

হাজার টাকা প্লেটের বিরিয়ানি নষ্ট হয় কমিউনিটি সেন্টারে।।

 

উদম দেহে শীত আটকায় না-

ভাঙ্গা বেড়ায় ঢুকে পড়ে হিমেল বাতাস, কুয়াশায় ঝাপসা হয় চলার গতি-থমকে যায় নির্লোভ

জীবন।।

 

সর্বহারা নেতা উড়ে বিমান বিলাসে-জনতার আকাঙ্ক্ষা ঘুরপাক খায়-পতাকা খামচে ধরে স্বৈরাচার-নীতিহীন নেতা ছড়িয়ে ছিটিয়ে রাজপথ অলিগলিতে আবর্জনার মিত্র! অসহায় আর্তনাদে টুইটুম্বর জনতার আন্দোলন।।

 

বসন্তে নেই পুরাতন মায়া-ফেসবুক প্রেমেই গর্ভবতী হয়ে পড়ে আশারা-অবৈধ বাতাসে হারায় দক্ষিণা সুখ-যুবকেরা নিঃস্ব হয়ে অবস্থান নেয় বার্ধক্য আর কবিরাজ পাড়ায়-আশ্রয় খোঁজে অন্ধকার পথ ধরে।।

 

ধর্ম সভায় অধর্ম-রাজনীতির মঞ্চ ভেঙে পড়ে অরাজনৈতিক পাথরের ভারে! পণ্যেরা লাফায় মুনাফাখোরের বাঁশীর সুরে-মানুষের খাতা থেকে নাম কেটে যায়-আস্তে আস্তে গিয়ে উঠে পড়ে পশুর আস্তাবলে।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।