স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মনতলিয়া এলাকায় র্যাব-১৫ এবং কোস্টগার্ডের যৌথ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২৬ জুন ২০২৫ খ্রিঃ বিকেলে র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প এবং কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১,২০,০০০ (এক লাখ বিশ হাজার) পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটনফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
শফি উল্লাহ (৪৫), পিতা- মৃত আবুল কাশেম
নুরুল বশর (৩৮), পিতা- মোহাম্মদ আলী
উভয়ের স্থায়ী ঠিকানা: মনতলিয়া, ০২ নম্বর ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(গ)/৪১ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ৬৩, তারিখ: ২৭ জুন ২০২৫ খ্রিঃ)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন,
“র্যাবের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে চলমান থাকবে।”