হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, দেশজুড়ে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ (১৬ই জুলাই, ২০২৫, বুধবার) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বড়াইল ইউনিয়ন ক্ষেতলাল উপজেলা-এর এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (জয়পুরহাট-২) এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য এম এ সামাদ বাবু, জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জজ কোর্টের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট হারুনুর রশিদ হারুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক এবং জজ কোর্টের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম চৌধুরী (খুশি), জেলা বিএনপি’র সাবেক সদস্য নবিউল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মৃধা, মহিলা দলের নেত্রী মনি আরা ও হাজেরা খাতুন লিলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াহেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনিছুর মাস্টার, শফিক, সেন্টু, আলম ও মাসুম। ক্ষেতলাল উপজেলা যুবদলের নেতা শাহিন মৃধা ও বুলবুল সহ বড়াইল ইউনিয়ন বিএনপি’র আফতাব, আজিজুল, সাজ্জাদ, বুলবুল, বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।