1. jnsbd24@gmail.com : admin :
জকিগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনের (বাপেক্স)এর উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।  - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:২০|
শিরোনাম :
গোবিন্দগঞ্জের জামায়াতের বিক্ষোভ মিছিল,,,  আমারে কাঁদায় গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে এনসিপির শক্ত অবস্থান পাথরঘাটার কাকচিড়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্যের লন্ডনে আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন শিবগঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই হাফিজ আহত লোকসান ভাঙ্গায় ভূমি সেবা অনলাইনের সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর হামলার প্রতিবাদে ভাঙ্গার সড়ক অবরোধ বিশ্বম্ভরপুরে নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনের (বাপেক্স)এর উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

Reporter Name
  • প্রকাশকাল : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা আজ বুধবার (২৮ মে) সকাল ১০:৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জকিগঞ্জের রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা হাসিবুল আলম শাওনের সভাপতিত্বে ও সহকারী পরিবেশ বিশেষজ্ঞ মো: রেদওয়ানুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর উপব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভুষণ দাস, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, খতিব মুফতি আবুল হাসান ।এসময় জকিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্প এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন প্রস্তাবিত প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে প্রতিবেদন প্রস্তুতির জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসরণ করা হয়েছে। প্রকল্পের কারণে কোন উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত প্রভাব পাওয়া যায়নি। সাধারণ স্বল্পমেয়াদী নির্মাণে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বেনা। উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে সামগ্রিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।মত বিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস উত্তোলন যেমন আমাদের প্রয়োজন তেমনি পরিবেশ রক্ষা করাও আমাদের প্রয়োজন। পরিবেশের দিকে সর্বোচ্চ দৃষ্টিপাত রেখে আমরা সামনের দিকে এগোতে হবে। কোন অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ নষ্ট করা যাবে না। জনসাধারণ আরো দাবি জানান যে, সর্বপ্রথম জকিগঞ্জ উপজেলায় গ্যাস সংযোগ দিতে হবে, জকিগঞ্জের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।