কে এম বেলাল
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার পাথরঘাটা উপজেলায় ইসলামি সংস্কৃতির বিকাশে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে টিএম স্টুডিও নাশীদ টিমের ইসলামী সংগীত প্রশিক্ষণ কোর্স ২০২৫-এর প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান।
শুক্রবার, (৪ জুলাই) বিকেল ৩টায় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত টিএম স্টুডিও সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে টিএম স্টুডিওর পরিচালক ও প্রশিক্ষণ উদ্যোগের উদ্যোক্তা আরিফ তাওহী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি শামীম আহসান। অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার প্রধান সমন্বয়ক এডভোকেট কাইয়ুম খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাথরঘাটা পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম। পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু সালেহ জসিম ও সাধারণ সম্পাদক বদরুল আহসান সাকিব। ইসলামী ছাত্রশিবির পাথরঘাটা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রাকিব হাসান।
বক্তারা তাঁদের বক্তব্যে টিএম স্টুডিও নাশীদ টিমের এই প্রশিক্ষণ কর্মসূচির প্রশংসা করেন। তারা বলেন, ইসলামী সংগীত হলো এমন একটি মাধ্যম, যা মানুষের অন্তরে ইসলামের আলো পৌঁছে দিতে পারে সুমধুর কণ্ঠ ও গভীর ভাবনায় ভরা শব্দের মাধ্যমে। তরুণ প্রজন্মকে সঠিক ইসলামি চিন্তা-চেতনায় উজ্জীবিত করতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী ও সময়োপযোগী উদ্যোগ।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ থেকে আগত দিনে এমন কিছু প্রতিভাবান শিল্পী তৈরি হবে, যারা ইসলামী সংস্কৃতিকে সম্মান ও মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কণ্ঠে পরিবেশিত হয় চমৎকার কিছু নাশীদ পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
উল্লেখ্য, টিএম স্টুডিও নাশীদ টিম এই প্রথমবারের মতো ইসলামী সংগীতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে আরও ব্যাচে প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে বলে স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছে।