মহসিন আলম মুহিন
নাই কাজতো খই ভাজ এমন কথা বলে থাকে লোকে,
ভালো কাজই আসল অন্য সব নকল ধরা পড়ে চোখে।।
আকাশ বোঝাই মেঘ কখন যেন বৃষ্টি হয়ে ঝরে পরে,
আঙ্কা-চাঙ্কা দৌড় দিলে পা পিছলে যাবে তুমি পড়ে।।
সহজ কি? খই ভাজা কি কাজ নয় তাকে নিয়ে ঠাট্টা,
মিলের মাঝে অমিল হলেই কাটাকাটি-ঘুড়ি ভোকাট্টা।।
কাঁথা সেলাই, খই ভাজা মুড়ি ভাজা এগুলোও কাজ,
অলস সময় পার করা, সময়কে নষ্ট করাটাই অকাজ।।
কাজের মাঝে থাকলে ডুবে জীবন মানের ভালো,
কাজ যদি না করে, বেড়ায় ঘুরে ঘুরে-সেটাই হলো কালো।।
নেক আমল মানেই-ভালো কাজ আসে সম্মান ভক্তি,
বিধাতাও পরপারে দিবেন ভালো ফয়সালা ‘মুক্তি।।
বিধাতার হুকুম, রাসুলের মত-পথ, এগুলো ভালো কাজ,
দেশ ও দশের জন্য, পরিবার, নিজের জন্য করো তুমি কাজ।।
কর্মহীন জীবন যেমন হতাশার কাফন জড়ানো লাশ,
ধর্মছাড়া জীবন তেমনই ছন্নছাড়া-হীরা নয়, কাঁচ।।
মানুষের জন্য মানবতার জন্য করতে হবে ভালো কাজ,
হেথায় কূটচাল আর হিংসা থাকলে পড়বে মাথায় বাজ।।
ভালো কাজে জুড়লে ভাগ্যটা ফিরে কাজেতে নেই লাজ,
তাই করো সকলেই ছোট বড় ভালো আছে যত’ কাজ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯