মহসিন আলম মুহিন
স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়,
মায়া দিবে শ্রম দিবে তাতেও নয়।।
শরীরের অঙ্গ প্রতঙ্গ দিবে তাতেও নয়,
মানুষ এখন চতুষ্পদ জন্তু মানুষ নয়।।
কিডনি দিবে স্বামীকে আহা তাতেও নয়,
কলিজা দিবে স্ত্রীকে-বৃথা দান তাতেও নয়।।
অনর্থক অর্থ আর দামী সময় অপচয়,
ভালবেসে ভালো ব্যবহার তাতেও নয়।।
লিখে দিবে সব জমি জমা তাতেও নয়,
যে থাকার সে থাকবে পাওয়ার জন্য নয়।।
সোনাদানা হীরা মুক্তার লোভে পড়ে নয়,
কষ্ট সহে আপন ভেবে পাশে পাশে রয়।।
সওয়াবের জন্য ধার দিবে তাতেও নয়,
চাইলে নানা টালবাহানা সওয়াবের ক্ষয়।।
ছেলে-মেয়ে-জায়া কেউ ‘কারো নয়,
লোভ আর লালসা বড় আত্মীয়’ হয়।।
মায়া মমতার টানে কেউ আটক নয়,
বুক ভরা ভালবাসা তাতেও যেন নয়।।
বলতে গেলে পাগল বলে রায় দেয়,
স্বেচ্ছাচারিতায় ‘জীবনের পরাজয়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯