1. jnsbd24@gmail.com : admin :
সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। - দৈনিক বিকাল বার্তা
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৫৯|
শিরোনাম :
বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে  এক ফালি আশা বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত দিনাজপুর-৪ আসনের  ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে আলহাজ্ব  মাওলানা  মোঃ আনোয়ার হুসাইন নদভীকে চূড়ান্ত ঘোষণা  সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। জকিগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অভিমানী দৃষ্টি  পটুয়াখালী জেলায় গলাচিপায় ভি ডব্লিউ বি চাল বিতরণ কালে দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক।  বছরের শেষে চুড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর।

Reporter Name
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগ থেকে অসাধারণ সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করেছেন মাদ্রাসার ছাত্র জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর।তিনি ৪.০০ স্কেলের মধ্যে ৩.৮৪ সিজিপিএ অর্জন করেছেন, যা “With Distinction” এবং “First Class First”-এর স্বীকৃতি লাভ। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এটি এই বিভাগে এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ সিজিপিএ।

শিক্ষাজীবনের শুরু থেকেই মাসরুর ছিলেন মেধাবী। বাংলাদেশের কওমি মাদরাসা শেষে দারুল উলূম দেওবন্দ, ভারত থেকে কওমি মাদরাসার শিক্ষা গ্রহণের পাশাপাশি তিনি বাংলাদেশের সরকারি মাদরাসায়ও কৃতিত্বের সাথে পড়াশোনা করেছেন। তিনি শাহবাগের জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।২০১৩ সালে চাপঘাট রহিমপুর সুন্নী মাদরাসা থেকে জেডিসি ও ২০১৬ সালে দাখিল পরীক্ষায় জকিগঞ্জে একমাত্র A+ পাওয়ার গৌরব অর্জন করেন। এরপর গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা থেকে ২০১৯ সালে আলিম পাশ করে তিনি শাবিপ্রবিতে ভর্তি হন।বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে অগ্রসর হওয়ার পাশাপাশি মাসরুর আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। তিনি ইতোমধ্যে চারবার যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং জাতিসংঘের ইয়ুথ ফোরামসহ তিনটি আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যার মধ্যে দুটি ইউপিজি লিডারশিপ প্রোগ্রামও রয়েছে।একজন উদীয়মান গবেষক হিসেবে মাসরুরের দুইটি গবেষণা প্রবন্ধ ইতোমধ্যেই আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। একাডেমিকের বাইরেও তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। তিনি শাবিপ্রবির “জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট (ZSO)”-এর সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ ও পুসাজে (PUSAZ) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।নিজের অনুভূতি প্রকাশ করে মাসরুর বলেন, “শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইতিহাসে সর্বোচ্চ সিজিপিএ অর্জন আমার জন্য গৌরবের বিষয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের ও এলাকার শিক্ষা, সমাজ ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। সকলের দোয়া চাই।”তিনি জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানাপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মাওলানা ক্বারী সামছুল ইসলামের বড় সন্তান। তাঁর এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।