মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ধামালিয়া নদী থেকে উত্তোলিত প্রশাসনের জব্দ করে ১ লক্ষ ৮০ হাজার ঘনফুট বালু,যার বাজার মূল্য দের কোটি টাকা। প্রশাসনের জব্দ কৃত বালু এখন প্রকাশে হচ্ছে লোড
স্থানীয় দের অভিযোগ বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ তাঁদের নেতৃত্ব।
বালু স্থানীয় ও নেতারা অবৈধভাবে বিক্রয় করার প্রতিবাদে প্রতিবাদকারীর প্রাণনাশের হুমকি সহ সংবাদ সম্মেলনের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে স্হানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ জানান, বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ গংরা ধামালিয়া নদীর পাশে জলিলপুর (কবরস্থান) গ্রামের নদীর পারে সরকারি ভাবে জব্দকৃত বালু বিএনপির আহ্বায়ক পদ ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল টাকার বিনিময়ে বালুগুলো বিক্রি করে দেন অন্যত্র। এই অবৈধ কাজে প্রতিবাদ করায় বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার সহ স্থানীয় প্রতিবাদকারীদের উপর মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে ও মোবাইল ফোনে তা দের কে হত্যা এবং বিভিন্ন মামলা মোকদ্দমা করে হয়রানির হুমকি প্রদান করেন।
এতে এলাকাবাসী ও স্থানীয় লোকজন খুব মর্মাহত ও হতাশা গ্রস্তহয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহ বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জুর দাবি জানান এলাকাবাসি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দুর্গাপুর গ্রামের ৮ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ তাহের আলী, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাবেক মেম্বার (আমির) গোলাপ হোসেন,আবুল হোসেন,রবি আওয়াল,আল আমিন,সাইদুল ইসলাম,আমির আলী প্রমুখ।
মানববন্ধনের মাধ্যমে আমরা এলাকাবাসী তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সাংগঠনিক ভাবে বিএনপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।