1. jnsbd24@gmail.com : admin :
সংবাদ প্রকাশের পর সিলেটের কাস্টঘর সুইপার কলোনীতে মেট্রেপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জন আটক! - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:০৮|
শিরোনাম :
বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে  এক ফালি আশা বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত দিনাজপুর-৪ আসনের  ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে আলহাজ্ব  মাওলানা  মোঃ আনোয়ার হুসাইন নদভীকে চূড়ান্ত ঘোষণা  সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। জকিগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অভিমানী দৃষ্টি  পটুয়াখালী জেলায় গলাচিপায় ভি ডব্লিউ বি চাল বিতরণ কালে দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক।  বছরের শেষে চুড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সংবাদ প্রকাশের পর সিলেটের কাস্টঘর সুইপার কলোনীতে মেট্রেপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জন আটক!

Reporter Name
  • প্রকাশকাল : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, এস এম সানিয়া মাসুদ:

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

১১ জুলাই জাতীয় দৈনিক বিকাল বার্তা, Channel 26টিভি, ও রেডিও সিলেটে একযোগে সংবাদ প্রচারের পর

সিলেটের কাস্টঘর সুইপার কলোনীতে অভিযান পরিচালনা করে আইনশৃংখলা বাহিনী।

 

অভিযানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মোঃ মাসুদ রানা, পিপিএমের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রা‌ফিক) মোঃ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজিব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দ‌ক্ষিণ) মোঃ শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি), অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ডিবি সদস্যগণসহ বিভিন্ন ইউনিটের মোট ২৭১ জন পুলিশ সদস্য।

 

উক্ত অভিযানে মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রয় ও মাদক বিক্রির নগদ অর্থসহ সর্বমোট ২৫ (পঁচিশ) জন ব্যক্তিকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিরা হলেন: ১। মোস্তাকিম আহমেদ আনন্দ (২০), পিতা: মোঃ মনির মিয়া, মাতা: শামসুন্নাহার, সাং: খোজার খলা, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট; বর্তমান ঠিকানা: তেররতন বাজার, উপশহর, শাহপরাণ, সিলেট। ২। জাকির হোসেন রাকিব (৩২), পিতা: মোঃ বশির মিয়া, মাতা: জয়নব বেগম, সাং: পার্টইশাইল, থানা: জকিগঞ্জ, সিলেট; বর্তমান: ফেরিঘাট, কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট। ৩। মোঃ সফর আলী (৩৫), পিতা: মোঃ জালাল মিয়া, মাতা: ফিরোজা বেগম, সাং: বাইশটিলা, থানা: এয়ারপোর্ট, সিলেট। ৪। মোঃ আব্দুর রাকিব (২৫), পিতা: মোঃ কাশেম দিয়া, মাতা: শেফালী বেগম, সাং: চান্দিনা বাগুর, থানা: দেবিদ্বার, কুমিল্লা; বর্তমান: বড়বাড়ি, বালুচর, শাহপরান, সিলেট। ৫। মোঃ দেলোয়ার হোসেন (৩৭), পিতা: মোঃ শাহাবুদ্দিন, মাতা: রেনু বেগম, সাং: খাগাইল, থানা: বিয়ানীবাজার, সিলেট; বর্তমান: মহাজন পট্টি। ৬। অন্তর বাশফর (২১), পিতা: উজ্জল বাশফর, মাতা: মনি, সাং: কাষ্টঘর, থানা: কোতোয়ালী, সিলেট। ৭। মনির হোসেন (৩২), পিতা: শুক্কুর মিয়া, মাতা: জরিনা বেগম, সাং: বাইশটিলা, থানা: এয়ারপোর্ট; বর্তমান: বাদামবাগিচা, সিলেট। ৮। মিঠুন বাশফর (৩৮), পিতা: মতিলাল, মাতা: গীতা বাশফর, সাং: পরীনগর (রেল কলোনি), থানা: কুলাউড়া, মৌলভীবাজার। ৯। লক্ষণ লাল (৫০), পিতা: ধনুলাল, মাতা: গজমতি লাল, সাং: কাষ্টঘর, থানা: কোতোয়ালী, সিলেট। ১০। বিপ্লব লাল (১৮), পিতা: সিন্টু লাল, মাতা: জয়ন্তিকা লাল, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১১। আশিক লাল (২২), পিতা: মৃত পাশা লাল, মাতা: আলো রানী, সাং: কাষ্টাঘর, কোতোয়ালী, সিলেট। ১২। শ্রাবণ লাল (২২), পিতা: মৃত বাবুল লাল, মাতা: ইন্দিরা রানী, সাং: ছোটরা, থানা: কুমিল্লা সদর। ১৩। থাকাশ রায় (২১), পিতা: চুনীলাল, মাতা: বিজলী রানী রায়, সাং: টিলারগাঁও (শাবিপ্রবি), থানা: জালালাবাদ, সিলেট। ১৪। আক্তার হোসেন (৪৫), পিতা: মৃত মফিজুর রহমান, মাতা: মালেচ্ছা বেগম, সাং: চান্দের নগর, থানা: জামালগঞ্জ, সুনামগঞ্জ। ১৫। শুভ লাল (৩৭), পিতা: মৃত শংকার লাল, মাতা: মুন্নি রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১৬। আকাশ সরকার (২০), পিতা: চিন্টু সরকার, মাতা: গীতা রানী সরকার, সাং: বাসুমাহাটি, থানা: নবাবগঞ্জ, ঢাকা; বর্তমান: উপশহর, শাহপরান, সিলেট। ১৭। অজিত বর্মন (৩২), পিতা: টুনু বর্মন, মাতা: সুবলা বর্মন, সাং: ফেরীঘাট, কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট। ১৮। টিটুলাল (২১), পিতা: বিধান লাল, মাতা: রাহেলা রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১৯। মোন্না লাল (৩২), পিতা: কালু লাল, মাতা: বেবী রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২০। ব্লুটকি রানী (৫৫), পিতা: মতিলাল, মাতা: ফুলমতি রানী, সাং: আখাউড়া রেল কোয়ার্টার, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমান: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২১। সালমা বেগম (৩২), পিতা: আনসার আলী শেখ, মাতা: আমেনা বেগম, সাং: হাসানপুর, থানা: কেশবপুর, যশোর; বর্তমান: কাষ্টঘর, সিলেট। ২২। মোঃ আলামিন মিয়া (২৫), পিতা: মোঃ জজ মিয়া, মাতা: কুলসুম বেগম, সাং: দৌলভদী, থানা: তিতাস, কুমিল্লা; বর্তমান: কদমতলী ফেরিঘাট, দক্ষিণ সুরমা, সিলেট। ২৩। ওম লাল (১৬), পিতা: কিশুন লাল (মৃত), মাতা: মনি, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২৪। মোঃ সাকিবুল ইসলাম (৩১), পিতা: মোঃ শাহ আলম, মাতা: সেলিনা আলম, সাং: সাহেব রামপুর, থানা: কালকিনি, মাদারীপুর; বর্তমান: শাহজালাল উপশহর, সিলেট। ২৫। পাপ্পু লাল বাশফর (৩০), পিতা: বৌনা লাল বাশফর, মাতা: সিমা রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট।

 

উদ্ধারকৃত মালামালঃ- অভিযানে আসামীদের হেফাজত হতে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ-৫৭,০৫০/- টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

 

উল্লেখ্য, আটককৃত সকল ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।